কি ভাবে আমি ওয়ার্ডপ্রেস শিখব ?

 

best-free-wordpress-themes_0_1

বন্ধুরা ! নিশ্চই ভাল আছেন ?

আজকে আমরা আলোচনা করব ওয়ার্ডপ্রেস নিয়ে । যারা wordpress করতে আগ্রহী নিশ্চই এত দিনে html5 , css3 , javascript ভাল করে শিখে ফেলেছেন। তাই মনটা খুব চাইছে ইশ্ যদি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে পারতাম !

হ্যাঁ আর দেরি নয় । আজই নেমে পড়ুন ওয়ার্ডপ্রেসে ।

সবার আগে আমরা জেনে নেই wordpress কি , কয় ধরণের সার্ভিস প্রোভাইট করে।

wordpress

ওয়ার্ডপ্রেস কি: ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS), যা পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স প্রযুক্তির ব্লগিং সফটওয়্যার। ওয়ার্ডপ্রেস দ্বারা কোনো প্রকার পিএইচপি, মাইএসকিউএল বা এইচটিএমএল জ্ঞান ছাড়াই একটি প্রোফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করা সম্ভব।ৎ
ওয়ার্ডপ্রেস ব্যবহার সুবিধা: সফটওয়্যারটি ওপেনসোর্স এবং বিনামূল্যে পাওয়া যায়। এছাড়াও বিনামূল্যে থীম, প্লাগইন পাওয়া যায়। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) হবার ফলে যেকোন তথ্য সহজেই পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন বা বিয়োজন করা যায়। এছাড়াও ওয়ার্ডপ্রেস ব্যবহার বান্ধব, সার্চ ইঞ্জিন অফটিমাইজেশেন ইত্যাদি।
ওয়ার্ডপ্রেস ডাউনলোড: আপনি চাইলে নিচের লিংক থেকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে পারবেন।  http://downloads.wordpress.org/release/wordpress-4.1.1.zip

ওয়ার্ডপ্রেস মূলত দুই ধরনের সার্ভিস প্রোভাইড করে,  তবে  দুইটাই ফ্রী –

১. wordpress.com

২. wordpress.org

# wordpress.com

wordpress.com এ আপনি পাবেন একটা ফ্রী সাবডোমেইন , প্রায় ২ জিবির মত হোস্টিং , আর পাবেন ওয়ার্ডপ্রেস এর নির্দিষ্ট করে দেয়া কয়েকটা ডিজাইন। যেগুলোর  নাম  ‘ওয়ার্ডপ্রেস থিম’ ।

আপনি যেভাবে নরমাল ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন ঠিক সেইভাবে আপনি wordpress.com এ অ্যাকাউন্ট খুলে  ব্লগিং করতে পারেন। তবে এর সমস্যাও আছে, wordpress.com এ খোলা সাইট বা ব্লগে আপনি কোন ধরনের চেঞ্জ করতে পারবেন না । আপনার পছন্দের নাম দেওয়ার পর  ওদের দেওয়া ‘.wordpress.com’ নামকেই আপনার  ওয়েবসাইট ঠিকানা হিসেবে ধরে নিতে হবে। যেমন ঃ  https://learnwordpressblogby.wordpress.com

# wordpress.org

মনে করুন আপনার উপরের অ্যাড্রেস টা (learnwordpressblogby.wordpress.com) পছন্দ হয় নি। আপনি চাচ্ছেন http://www.learnwordpressblogby.wordpress.com  সে ক্ষেত্রে আপনার ইউজ করতে হবে wordpress.org;

তবে এ জন্য আপনাকে  রেজিস্ট্রেশন করতে হবে না।  জাস্ট একটা ডোমেইন আর একটা হোস্টিং লাগবে। আমাদের এই কোর্সে wordpress.org দিয়ে কিভাবে ওয়েবসাইট বানানো যায় সেইটাই শিখব।

আজ এই টুকুই থাক। আশা করি সবাই ভাল থাকবেন।

Leave a comment